প্রভু,
তুমি আমাদের আলো দাও,
যখন আমরা অন্ধকারে থাকি
তুমি আমাদের মাধ্যমে কথা বল
ভালোবাসা আর শান্তির জন্য।
প্রভু আমরা তোমার সঙ্গে কথা বলি
আর তুমি সেইসব কথা হাজার মানুষের মধ্যে ছড়িয়ে দাও
তুমি আমাদের ভালোবাসো, যেন আমরা মুখোমুখি বসে আছি।
তুমি আমাদের প্রয়োজন এবং আমাদের ব্যথা দূর করে দাও।
তুমি আমাদের অন্তরে বাস করো, ধীরে ধীরে
আমরা তোমার স্নেহ আলিঙ্গনে আবদ্ধ হই।
তুমি আমাদের মধ্যে বিশ্বাস জাগাও।
তুমি আমাদের ভালোবাসো।
তুমি আমাদের আশার বাণী শোনাও
তুমি আমাদের মধ্যে জানার আগ্রহ জাগিয়ে তোলো
এবং প্রথম থেকে শেষ পর্যন্ত।
আমরা সকলে তোমার সন্তান।
আমরা সৎ এবং পবিত্র মনে থাকি
আমরা লোভ থেকে দূরে থাকি আর সৌন্দর্য্যের পূজা করি
আমরা সম্পূর্ণ মুক্ত, কারণ, তুমি আমাদের সকল প্রয়োজন পূর্ণ কর।
তুমি আমাদের প্রয়োজনকে তোমার নিজের মত করে নাও।
আজও তুমি আমাদের মধ্যে বিরাজমান, যেমন তুমি হাজার বছর ধরে করে এসেছ।
আমরা তোমার কাছে খোলা জানালার মতো। আমরা এখানে আছি আর তুমিও আছ এখানেই।
আমেন